তাদের স্মৃতিতে অরিত্রী
Description
গিটারে সুর তুলেছিল চার বছর বয়সে, ভালোবাসত গাইতে, নাচেও ছিল দারুণ দক্ষতা; তামিল, স্পেনিশ, কোরিয়ান, ইংরেজি, হিন্দিসহ শিখেছিল বেশ কয়েকটি ভাষা- প্রিয়জনদের স্মৃতিতে নানাভাবে ফিরে আসছে অকালে হারিয়ে যাওয়া ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রী অধিকারী।